এক গ্রামে দুই বন্ধু ছিল—রাহুল আর সাগর। তারা ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। রাহুল খুবই গরিব, তবুও সে ছিল উদার মননের মানুষ। সাগর ধনী হলেও নিজের অর্থের গর্বে মাঝে মাঝে রাহুলকে তুচ্ছ ভাবত।
একদিন রাহুল সাগরকে প্রশ্ন করল, "তোমার কি মনে হয়, বন্ধুত্ব কেবল টাকার ওপর নির্ভরশীল?"
সাগর হেসে উত্তর দিল, "টাকা ছাড়া কি বন্ধুত্ব টিকে থাকে? বাস্তব বড় কঠিন।"
এই কথাটি রাহুলের মনে আঘাত করল, তবে সে কিছু বলল না।
কয়েক মাস পর, গ্রামে এক ভয়ংকর ঝড় এলো। সেই ঝড়ে সাগরের ধনী বাড়ি ধ্বংস হয়ে গেল, আর তার সমস্ত সম্পদ হারিয়ে গেল। অসহায় সাগর বুঝতে পারল, কারো সাহায্য ছাড়া সে একা কিছুই করতে পারবে না।
তখন রাহুল এগিয়ে এসে বলল, "চিন্তা করো না বন্ধু, আমার সামান্য যা আছে, তা তোমার সঙ্গে ভাগ করে নেব।" রাহুল তার ঘরে সাগরকে আশ্রয় দিল, নিজের খাবার ভাগ করে খেল।
সাগর নিজের ভুল বুঝতে পারল। সে উপলব্ধি করল, টাকার চেয়ে বড় জিনিস হলো বন্ধুত্ব, ভালোবাসা আর সহানুভূতি। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো।
0 Comments