Header Ads Widget

Viral Video 🖇️ Shanti Rahman "শান্তি রহমান " 🌟এর ফুল ভাইরাল কালেকশন 🤑🔥🥵



                      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥





তিনটা বাটনে ভালো করে ক্লিক করে ট্রাই করুন...

Try To Click Three Batons...

শিক্ষণীয় পোস্ট
ঘোড়া চোর - ছোট গল্প - হাসির গল্প - রম্য গল্প - মজার গল্প

একবার এক ঘোড়া-চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। ঘোড়ার মালিক চোরকে বলল : চুরির জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে পারিকিন্তু এক শর্তে সে শাস্তি থেকে তুমি বাঁচতে পার।
চোর বলল ; দয়া করে আপনার শর্ত প্রকাশ করুনআশা করি মান্য করতে পারব।
ঘোটকাধিকারী চোরকে বলল : আমাকে ঘোড়া চুরির কলাকৌশল শিখালে তোমাকে মুক্ত করে দেব।
চোর এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলো এবং যথারীতি চৌর্যকলা প্রদর্শনে মনোযোগী হলো প্রথমে ঘোটকের কাছে গিয়ে তাকে একটু আদর করলগা-মর্দন করে দিল এবং বলল : প্রথম পর্যায়ের কাজ শেষ আমি আপনার ঘোড়ার বিশ্বাস স্থাপন করে ফেলেছি। এখন লাথি মারার বা লাফ দেবার সম্ভাবনা নেই। এখন দেখুন গলার রশি খুলে নিলামএখন দক্ষ হস্তে দ্রুততার সঙ্গে লাগাম পরিয়ে ফেলতে হবে। ব্যাসসে কাজও দেখুন কেমন স্বচ্ছন্দে করে ফেললাম। এবার একটু সতর্কতার সঙ্গে ক্ষিপ্রগতিতে ঘোড়ায় চড়ে বসতে হবে। এখন দুপা দিয়ে ঘোড়ার পেটে আগাত করুন এবং ঘোড়াকে বেত্রাঘাত করুন। ঘোড়া দুলকি চালে ছুটে চলল।
চোর বলল : এভাবেই ঘোড়া চুরি করতে হয়। তবে ঘোড়ার মালিককে সামনে রেখে এভাবে ঘোড়া নিয়ে চম্পট দেয়ার মজাই আলাদা। এই স্মরণীয় চুরির সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ। 


 

Post a Comment

0 Comments